কত লাশ ভুল করে বেঁচে আছে
কত লাশ নিত্যদিন কর্ম করে যায় ;
কত লাশ জীবন্ত হবার কামনাতে প্রার্থনাতে ,
কত লাশ জীবনকে আঁকড়ে ধরতে চায় ;
কত লাশ মায়াবী প্রেমে ডুবতে চেয়েও,ভীরু।
কত লাশ রোজ নিজেদের আয়নাতে দেখে
কত লাশ অন্যদের বেঁচে থাকাও দেখে।
এখন শরীরে প্রতিদিন লাশ হবার উদ্দীপনা।
(২৩ফেব্রুয়ারী ২০১৮)