ফাগুন
৫ মার্চ ২০১৮
নিবিড় করে চাওয়া
আর
নীবিড় করে পাওয়া
তার মাঝে বিস্তর ফারাক।
------------------------
কখনো হারাই সবুজে,
কখনো বা নীলে
কখনও ফাগুনের আগুনে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
---------------------------------
সুখের লাগি ছাড়েনা যারা,
সত্যি কী হয় সুখি তারা?
শান্তির প্রতীক্ষা করতে করতে
পথ হারায় কি তারা ?
----------------------------------
স্মৃতির ঠাঁসবুনোট ,তাতে আবিরের ছটা ,
স্মৃতিমঞ্জুষা উপুড়ঝুপুড় করে
লোকসানের যোগফল করে নাকি তারা?
আচম্বিতে মনে উঁকি মারা কল্পনা,আসলে ছলনা।
----------------------------------------------------------
এক পা ,দু পা করে এগোনো
কল্প আলিঙ্গনে
ভিজে যাওয়া স্বপ্ন গুলোকে
ভাসিয়ে দেয়া ;
নিবিড় করে চাওয়া
আর
নীবিড় করে পাওয়া
তার মাঝে বিস্তর ফারাক।
------------------------
কখনো হারাই সবুজে,
কখনো বা নীলে
কখনও ফাগুনের আগুনে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
---------------------------------
সুখের লাগি ছাড়েনা যারা,
সত্যি কী হয় সুখি তারা?
শান্তির প্রতীক্ষা করতে করতে
পথ হারায় কি তারা ?
----------------------------------
স্মৃতির ঠাঁসবুনোট ,তাতে আবিরের ছটা ,
স্মৃতিমঞ্জুষা উপুড়ঝুপুড় করে
লোকসানের যোগফল করে নাকি তারা?
আচম্বিতে মনে উঁকি মারা কল্পনা,আসলে ছলনা।
----------------------------------------------------------
এক পা ,দু পা করে এগোনো
কল্প আলিঙ্গনে
ভিজে যাওয়া স্বপ্ন গুলোকে
ভাসিয়ে দেয়া ;