
কেউ কেউ ছিল
কেউ কেউ ছিলোনা ;
কেউ কেউ আবার না থেকেও ভীষণ ভাবে ছিল.
থাকা, না থাকা বোঝা টাও নয় সহজ ।
কে যে কখন থেকে যায় অনায়াসে ,
কে যে কখন ছেড়ে গিয়েও রয়ে যায় অবশেষে ;
নৈস্বর্গিক খেলা চলে অজান্তেই।
ভাসাতেই আনন্দ,
ভাসাতেই হিল্লোল
ভাসাতেই আছে দোল ;
নিমেষে অশেষ পাওয়া ;
মরমে মর্মে ,চেতনার আঁড়ালে বেঁচে থাকা।
২৯ মার্চ ২০১৮