Tuesday, April 24, 2018

এতো কি সহজ





পাশে থাকা,ঋণ শোধ করা
এতো কি সহজ, আউড়ে যাওয়া অবিরত ?

 
উটকো কার্বনমনোক্সাইড এর ঘোমটার আড়ালে
লালচের গন্ধ।

উর্নিতে নিম্নচাপের বেআব্রু মহিমা
নির্লজ্জতার নিরন্তর আচ্ছাদন ;

বিত্ত্বশালী হবার গৌরবে গৌরবান্বিত,
সবাইকি বিক্রী যোগ্য ?

কেনা যায়না হৃদয়
অপবাদ ছড়িয়ে।

প্রত্যেক বাঁকে ছড়িয়েছো যে নোংড়া,
কলুষিত করা ঢেউ আছড়ে
পড়বে নিজ আলয়ে;

হিম্মত থাকে যাদের
পরকীয়া তে তাদের হক।

মেরুদন্ড বিহীনরা
রক্ষিতা পোষেনা ,
সাহায্যের হাত ও বাড়ায় না।
পাশে থাকা,ঋণ শোধ করা
এতো কি সহজ, আউড়ে যাওয়া অবিরত ?


২৪ এপ্রিলে ২০১৮-------------------------------------

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger