
পাশে থাকা,ঋণ শোধ করা
এতো কি সহজ, আউড়ে যাওয়া অবিরত ?
উটকো কার্বনমনোক্সাইড এর ঘোমটার আড়ালে
লালচের গন্ধ।
উর্নিতে নিম্নচাপের বেআব্রু মহিমা
নির্লজ্জতার নিরন্তর আচ্ছাদন ;
বিত্ত্বশালী হবার গৌরবে গৌরবান্বিত,
সবাইকি বিক্রী যোগ্য ?
কেনা যায়না হৃদয়
অপবাদ ছড়িয়ে।
প্রত্যেক বাঁকে ছড়িয়েছো যে নোংড়া,
কলুষিত করা ঢেউ আছড়ে পড়বে নিজ আলয়ে;
হিম্মত থাকে যাদের
পরকীয়া তে তাদের হক।
মেরুদন্ড বিহীনরা রক্ষিতা পোষেনা ,
সাহায্যের হাত ও বাড়ায় না।
পাশে থাকা,ঋণ শোধ করা
এতো কি সহজ, আউড়ে যাওয়া অবিরত ?
২৪ এপ্রিলে ২০১৮-------------------------------------