পরকীয়া তে সম্ভাষণ থাকে
বৈধতাতে বাধ্যতা।
লেবেঞ্চুসের মতো অস্থায়ী
আতরের মতো অশেষ
হরিণের নাভী কস্তুরীর সুবাস
ভালোবাসা ক্ষয়ে অভ্যেসে দাঁড়ায়
পরকীয়া তাতে প্রাণ দেয়।
গোপন সবই আপন।
সাদামাটা জীবনে একরাশ শীতল হাওয়া
জুড়িয়ে দেয় সব জ্বালা ;
১৯ সেপ্টেম্বর ২০১৬
Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
