নিদারুন এক রাশ হাতাশাতে
একা থেকে দোকা হবার উল্লাসে উপচে পরে গ্লাস।
ভুলে যাওয়া নাম গুলোকে মনে করতে চেয়ে
হাতড়ে বেড়াই স্মৃতির চিলেকোঠা ;
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
মরচে ধরা মগজে দেই শান ,
চোদ্দ আনা বোথা মগজে ঢালি ওয়াইন।
বোকামি গুলো হামাগুড়ি দিয়ে দেয় হানা।
রসালো ধারাস্রোতে সিক্ত মন
ঝাপসা দৃষ্টি;
আদর মেখে ছুঁয়ে থাকা নিরলস মমতা
আর স্নেহের পরশের কামনা সারাক্ষন।
ক্ষুধা কি কেবল শহর জুড়ে ফুটপাথে?
বহুতলে কি শুধুই আয়েশ ?
আড়মোড়া ভাঙতে ভাঙতে ব্যালকনিতে বৃষ্টি গেলো ছুঁয়ে
আমি নাজেহাল দিশাহারা স্বপ্নে ।
প্রতিশ্রুতি গড়িয়ে পরে
ধুয়ে যেতে থাকে চোখের সামনেই।
মাদকতার নগ্ন পর্দা, উন্মাদনার কোলাহল
সংকল্পের বনেদিয়ানা ছাড়িয়ে রসের উন্মেষ।
ঘুণে ধরা সম্পর্কগুলোতে পেস্টিসাইটের প্রলেপ
ভেঙ্গচি কাটে পুরোনো স্বপ্নরা
অভিশাপের বান্ডেল বেরিয়ে আসে গুটি গুটি
এক মহাকাশ ভালোবাসা নিয়ে।
(২৬ জুলাই ২০১৬)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
একা থেকে দোকা হবার উল্লাসে উপচে পরে গ্লাস।
ভুলে যাওয়া নাম গুলোকে মনে করতে চেয়ে
হাতড়ে বেড়াই স্মৃতির চিলেকোঠা ;
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
মরচে ধরা মগজে দেই শান ,
চোদ্দ আনা বোথা মগজে ঢালি ওয়াইন।
বোকামি গুলো হামাগুড়ি দিয়ে দেয় হানা।
রসালো ধারাস্রোতে সিক্ত মন
ঝাপসা দৃষ্টি;
আদর মেখে ছুঁয়ে থাকা নিরলস মমতা
আর স্নেহের পরশের কামনা সারাক্ষন।
ক্ষুধা কি কেবল শহর জুড়ে ফুটপাথে?
বহুতলে কি শুধুই আয়েশ ?
আড়মোড়া ভাঙতে ভাঙতে ব্যালকনিতে বৃষ্টি গেলো ছুঁয়ে
আমি নাজেহাল দিশাহারা স্বপ্নে ।
প্রতিশ্রুতি গড়িয়ে পরে
ধুয়ে যেতে থাকে চোখের সামনেই।
মাদকতার নগ্ন পর্দা, উন্মাদনার কোলাহল
সংকল্পের বনেদিয়ানা ছাড়িয়ে রসের উন্মেষ।
ঘুণে ধরা সম্পর্কগুলোতে পেস্টিসাইটের প্রলেপ
ভেঙ্গচি কাটে পুরোনো স্বপ্নরা
অভিশাপের বান্ডেল বেরিয়ে আসে গুটি গুটি
এক মহাকাশ ভালোবাসা নিয়ে।
(২৬ জুলাই ২০১৬)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited