কিছু স্থায়ী বিষাদ কামড়ে ধরেছিলো সব অনুভূতি।
অধিকার বোধ আর অপরাধ বোধ সব চুড়মার করে
মূক কিছু ছন্দহীন অনুভবে হৃদয়ে মোচড়।
আধফোটা ফুল ,
কুঁড়ি পূর্ণাবয়ব পেয়েছে কীট দংশন ছাড়াই
শান্তিতে ঘুমোনো যন্ত্রনা গুলো নাড়া দিয়ে যায়।
কলস কলস কল্পনা
হাইড্রার মতো জড়াতে আসে ধেয়ে
বস্তাপচা প্রতিশ্রুতির উটকো ঘ্রানে ইচ্ছেগুলো শুকিয়ে যায়।
সব ঘটনার কুঁড়ি কখন মহীরুহ হয়েও উঠতে পারে
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ প্রেমের সম্ভাষণ।
অধিকার বোধ আর অপরাধ বোধ সব চুড়মার করে
মূক কিছু ছন্দহীন অনুভবে হৃদয়ে মোচড়।
আধফোটা ফুল ,
কুঁড়ি পূর্ণাবয়ব পেয়েছে কীট দংশন ছাড়াই
শান্তিতে ঘুমোনো যন্ত্রনা গুলো নাড়া দিয়ে যায়।
কলস কলস কল্পনা
হাইড্রার মতো জড়াতে আসে ধেয়ে
বস্তাপচা প্রতিশ্রুতির উটকো ঘ্রানে ইচ্ছেগুলো শুকিয়ে যায়।
সব ঘটনার কুঁড়ি কখন মহীরুহ হয়েও উঠতে পারে
ইচ্ছেঘুড়ি কখন কোথায় ওড়ে তা যায়না বোঝা
দ্বিধার সাগরে ভূমিষ্ঠ প্রেমের সম্ভাষণ।