সেকি তুমি ভোলোনি ?
নাকি ভুলতে পারনি?
নাকি ভুলতে চাওনি ?
অমিতো বাধ সাধিনি কোনদিন কখনো?
গঙ্গাজল না হোক ,
এন্টিসেপটিক দিয়ে ধুয়ে মুছে সাফ করার যোগ্যতা তো রয়েছে।
ছদ্দবেশী সুখ তোমার চারপাশে
সীকৃতি দাও। বীরপুরুষ।
নিঃস্ব বা হতাশ হবার ভয় ?
স্ত্রীকে জানো তুলোধনা করতে,
পরের স্ত্রীকে আপন করো। খেলা কারো।
সুখে মাতাল হও 'গৃহিনী বেশ্যা' মহিলা দের সাথে।
স্বামী সন্তান নিয়ে
সুখের আস্তানা
অন্যের ঘর ভাঙার চূড়ান্ত কামনা ;
শরীরের খিদে মেটানো পরপুরুষের সৌজন্যে।
নাকি ভুলতে পারনি?
নাকি ভুলতে চাওনি ?
অমিতো বাধ সাধিনি কোনদিন কখনো?
গঙ্গাজল না হোক ,
এন্টিসেপটিক দিয়ে ধুয়ে মুছে সাফ করার যোগ্যতা তো রয়েছে।
ছদ্দবেশী সুখ তোমার চারপাশে
সীকৃতি দাও। বীরপুরুষ।
নিঃস্ব বা হতাশ হবার ভয় ?
স্ত্রীকে জানো তুলোধনা করতে,
পরের স্ত্রীকে আপন করো। খেলা কারো।
সুখে মাতাল হও 'গৃহিনী বেশ্যা' মহিলা দের সাথে।
স্বামী সন্তান নিয়ে
সুখের আস্তানা
অন্যের ঘর ভাঙার চূড়ান্ত কামনা ;
শরীরের খিদে মেটানো পরপুরুষের সৌজন্যে।