অসীম দূরত্ব ,
ভীত মন ,ভীত শরীর
তবুও তোমার মতো
আমার মতো করে ভালোবাসা।
মরতে মরতে না মরা শুকনো নদী
নুড়ি পাথরের ওপর ধীর গতিতে;
দেয়াল তুলে দেয়া সব ইন্দ্রিয়তে
ভেঙে চুড়মার করি গোপনে।
কথা ছিল দেখা হবে, হয়নি ;
কথা ছিল কথাও হবে , হয়নি ;
বয়ে গেছে অনেকটা অসময়
জীবনের দরকষাকষির কোন্দলে।
ভীত মন ,ভীত শরীর
তবুও তোমার মতো
আমার মতো করে ভালোবাসা।
মরতে মরতে না মরা শুকনো নদী
নুড়ি পাথরের ওপর ধীর গতিতে;
দেয়াল তুলে দেয়া সব ইন্দ্রিয়তে
ভেঙে চুড়মার করি গোপনে।
কথা ছিল দেখা হবে, হয়নি ;
কথা ছিল কথাও হবে , হয়নি ;
বয়ে গেছে অনেকটা অসময়
জীবনের দরকষাকষির কোন্দলে।