Monday, July 17, 2017

লন্ডভন্ড কোলাজ

লন্ডভন্ড কোলাজ

মনের জ্বর তো অহরহ।

বর্জনের মধ্যে থেকে  করি অর্জন ;
বিশ্বকোষ বহিঃর্ভুত
উথাল পাথাল অক্ষর পাশাপাশি গা ঘেঁষে ;
জীবনের আগুনে দগ্ধ।
হুঙ্কার তোলে যখন তখন।


শঙ্কা আশঙ্কা জলাঞ্জলি দিয়ে 
অধিক ভুলেতে মগ্ন।
ভুলের অধিক ভুল,
তাহাতেও  কি সুখ।
প্রেমের ব্যাকরণ,
কবিতার ব্যাকরণ,
জীবনের ব্যাকরণের
লন্ডভন্ড কোলাজ

দেয়ালে থেকে হাসে।
মায়াময় মনোময়
অনুভবের শরবতে চুমুক ,
তাতে বিচ্ছুরিত কিছু অগোছালো স্মৃতি;
ভুলে থাকার ভান
আদপে কি ভুলে যাওয়া ?

প্রজ্ঞা পারমিতা ভাওয়াল (জুন ২০১৭)

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger