Saturday, October 14, 2017

CHILEKOTHAeMag: কবিতা /মা - আসেন মর্তে ? / প্রজ্ঞা পারমিতা ভাওয়াল

CHILEKOTHAeMag: কবিতা /মা - আসেন মর্তে ? / প্রজ্ঞা পারমিতা ভাওয়াল:

শরৎ বলতে  শিউলি আর নতুন জামার গন্ধ ,
কাশ ফুলের  নাচনে  দিশেহারা ;
সোনালী রোদে চান করা সকাল
তুলো দিয়ে সাজানো মেঘের ভেলা ,
উধাও  হলো সব কোথা ;
মনের জ্বরের বিকার শুধুই ।


পথে যে এতো জনস্রোত , মা এর আগমনে
নেংটো শিশুর ক্ষুধার  চিৎকার তবুও ঝুপড়িতে ।
এতো  যে আনন্দমুখর শারদ উৎসব
তার মাঝেও  অন্নহীন সন্তানের মুখ।
এতো যে আলোর রোশনাই ,
আঁধার তবু  ছড়ানো ছিটানো ,আলো কই!


মাটির মায়ের কিলো কিলো সোনার  শাড়ী
পথেই বসে বৃদ্ধা মা জীর্ণ কাপড়ে হাতে ভিক্ষার ঝুলি।
মৃন্ময়ী মা সেজেছেন স্বর্ণালংকারে
পথের কোণে বালিকাটি একটু খাবারের খোঁজে !
পুজো এলেই আমার বুক জুড়ে  বিষন্নতা
ব্যাথাতে কুঁকড়ে যাই অযথা ।


প্রতিমা গড়ার শিল্পী কেই  করি শ্রদ্ধা 
শিল্পী মনের বহর দেখে ছেয়ে যায় মুগ্ধতা।
দেবীমহিমার কুটোটি আমাকে ছোঁয়েনা।
সোনালী রোদে
শুভ্র মেঘের অবয়বে
কী যেন খুঁজে বেড়াই।


মা এর পরিবার ,বাহন ,ঐশ্বর্য ,
শাড়ি, গয়নার বাহার ,
মন্ত্র ,অঞ্জলির ঘটা ,
ধুনোর ধোঁয়া , ফুল বেলপাতা শিকে তুলে
প্যান্ডেল এর কারুকাজ দেখি চরম বিস্ময়ে।
মা কী সত্যি এলেন এই মর্তে ?

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger