Saturday, October 14, 2017

CHILEKOTHAeMag: কবিতা / জীবনবোধ/ প্রজ্ঞা পারমিতা ভাওয়াল

CHILEKOTHAeMag: কবিতা / জীবনবোধ/ প্রজ্ঞা পারমিতা ভাওয়াল:


তোমায় নিয়ে কি করি ভাবতে ভাবতে
চড়া পেড়িয়ে পা ভিজিয়ে ফেলি
তোমায় কোথায় দেই  ঠাঁই ভাবতে ভাবতে
সাগরের অতলে ডুবতে থাকি ;
তোমার ডাকের অসীমতাকে
অগ্রাহ্য করতে করতেই বার বার সারা দিয়ে ফেলি।
ঘোর সঙ্কটে , চরম সঙ্কোচে
না বলতে বলতেই হ্যাঁ বলে ফেলি।
এক নির্মম অশান্তিতে সংঘর্ষ  চলে অহরহ , 
যুদ্ধ  অনবরত।
পুরুষালি ধৃষ্টতা অজানা নয়।
সমাজের ভয়ভীতিতে উদাসীন আমি 
জড়িয়ে ধরিনা অযথা তবুও ,
ভাসিনা মিথ্যে প্রতিশ্রুতির ভেলায়।
তত্ত্বে নয় সত্ত্বে থাকি 
অন্তরপল্লীতে ঘর বাঁধি  ;
মেঘের আঁচলে ভাসাই সোহাগ,
মরমে মর্মে অনুক্ষণ জড়িয়ে রাখি জীবনবোধ।

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger