Saturday, September 3, 2016

ভাবনার কোলাকুলি

Wednesday, October 15, 2014

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা


ভাবনার কোলাকুলি

বৃষ্টি ভেজা, রোদে শুকনো 
আমার ভাবনাগুলো যে দিন তুমি চাইলে
,
অবাক নয়নে চেয়ে দেখলাম তোমায়,
 

তুমি ততটাই নির্লিপ্ত হয়ে বললে, "কি? দেবে না?"
"ওগুলো সব এলোমেলো, ভিজে, ঝাপসা ;

রোদে কোঁচকানো, আমি সহজ হয়ে বলি; "
"আমি ঠিক খুঁজে নেব,
বুঝে নেব, প্রত্যেকটা অক্ষর সাজিয়ে নেব - "
তোমার মত করেই মিষ্টি করে বললে তুমি।
আমি ততোধিক অবাক হয়ে তোমার চোখে চোখ রাখি;
তুমি এবার সপ্রতিভ -

বললে, "কি হল, দিয়েই দেখ না, একবার বিশ্বাস করে
নিবিড় ভাবে তোমার মনের অলিতে গলিতে
বিচরণ করতে পারি, বোঝো না ?
তোমার অন্তরের প্রতি পদক্ষেপ চেতনা, চেনা ও জানা;
তোমার মনের ভেতরের পাড়ার খবর আর কে রাখে ?
খোলস দেখেছে তারা, ভেতর দেখেনি
l "
আমি চোখ নামিয়ে বলি - "জীবন চলছে যেমন চলুক,
তোমার হাতে হাত রেখে নাই বা হল পথচলা "
লিপ্সা আছে চিতিয়ে, মধুর থাকা এভাবে
এপাশ ওপাশ করে ভাবনার জাল বুনে যাওয়া

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger