Saturday, September 3, 2016

পারবেতো?

Tuesday, September 18, 2012



পারবেতো?


সর্বস্ব দেবে বলে
       ভালোবাসবে বলে
ভালোবেসে  নিঃশেষ হবে বলে
     আষ্টে পিষ্টে রাখবে জড়িয়ে।
ভুয়ো স্বপ্নের মায়াজালে জড়ানো মিথ্যাচারের বুলি।

বুঝেও অবুঝ হয় থাকা, জেনেও না জানার ভনিতা ,
            পরখ করা !আর অপদস্থ করা !
অত্যাচারের আঁচড় আর কালশিটে  ছড়িয়ে দেয়া যেথাসেথা  ,
           এতটাই অহংকারের নীচতা।

বার বার কেন আসব ,  ফিরে ফিরে লাঞ্ছিত  হতে ,
       অবজ্ঞার বোঝা সরিয়ে
হীন্যমানতা   কে ঠেলে ফেলে
       কেন চারপাশেই ঘুরে বেড়ানো চুপিসাড়ে !

যেদিন অবজ্ঞার ঝর্ণা বইয়ে দেবো
         ঘেন্নার থালা ভরিয়ে দেবো  ,
দুচোখ দিয়ে করুনা  নিঃসৃত করবো 
             পারবেতো  নিতে?



অনেক নাপারা  কিছুই, খুব সহজে পারা হয়ে ওঠে।
        সময়ের চাকা ঘুড়ে যায় 

যখন তখন ,অজান্তেই ,ধীরে ধীরে ,ক্রমাগত ,
        প্রস্তুত থেকো কিন্তু।



এ নয় আমার আস্ফালন 

           এ নয় আমার অনাচার 
এ আমার প্রতিশোধ নয় ,
          এ আমার বেঁচে থাকার নতুন প্রয়াস।


 by Paramita Prajna on Friday, June 15, 2012 at 3:52pm ·
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited


Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger