Thursday, October 18, 2012
যন্ত্রনাতে হলাম যন্ত্র
কতদিন কুড়োই নি ফুল
কথা হয়নি আকাশের সাথে ;
পা ছড়িয়ে বসা হয়নি ঘাসে ,
একান্তে করিনি খেলা নিজের সাথে।
শোনা হয়নি গান ,
উচ্ছ্বাসে দেয়নি যে তাল।
পাখি প্রজাপতি সব যেন গেছে দূরদেশে ,
চাঁদ কেও বড় মলিন লাগে।
তুমি দিয়েছিলে গন্ধ ভালোবাসার ,
যন্ত্রণাতে যন্ত্র হলাম আজ।
ভুলতে চেয়ে তোমায় ,
হারিয়ে গেলাম অজানায়।
রাশি রাশি পাগলপাড়া ,
মন হতো লক্ষীছাড়া
তবুও কেন গন্ধ পাই এখনো ?
যন্ত্রণাতে হয়ে যন্ত্র ???
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited