ভেজা মন
ভিজে যাওয়া মন
সিক্ত শরীরের শীতলতা ছুঁয়ে
আজো দাঁড়িয়ে।
অপেক্ষাতে ।
অপেক্ষার বিড়ম্বনা ,
ফেলে আশা ছোটো ছোটো আশা
উঁকি মারা
পিছু ফিরে দেখা। পবিত্র স্বপ্ন
তাবু খান খান ;
শুভ্র বাসনা
তবু অপবাদ।
ভিজে মন নিয়ে
আজো দাঁড়িয়ে
আজও অপেক্ষ্যাতে।
(প্রজ্ঞা পারমিতা )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited