Thursday, March 29, 2018

অবচেতন

অবচেতন  
কেউ কেউ ছিল
কেউ কেউ ছিলোনা ;
কেউ কেউ আবার না থেকেও ভীষণ ভাবে ছিল.
থাকা, না থাকা বোঝা টাও  নয়  সহজ ।
কে যে কখন থেকে যায় অনায়াসে ,
কে যে কখন ছেড়ে গিয়েও রয়ে যায় অবশেষে ; 
নৈস্বর্গিক  খেলা চলে অজান্তেই।
ভাসাতেই আনন্দ,
ভাসাতেই হিল্লোল
ভাসাতেই আছে দোল ;
নিমেষে অশেষ পাওয়া
;
মরমে মর্মে ,চেতনার আঁড়ালে বেঁচে থাকা।

২৯ মার্চ ২০১৮

Tuesday, March 27, 2018

ভুলের কোলাজ




প্রেমের ,কবিতার আর জীবনের ব্যাকারণ


ভুলের কোলাজ
হয়ে দেয়াল থেকে হাসে।



Thursday, March 22, 2018

আমার আসাম

আমার আসাম--২২ মার্চ ২০১৮
কান্নারা ঝাঁপি খুলে বেরিয়ে আসে
হারিয়ে যাওয়া মন ;
আলিঙ্গনের ছায়া দিয়ে
মায়া দিয়ে ভরা সরণি
আমার আসাম ;

পথ হারাই  প্রায়শই নিভৃতে , আনমনা ।

ঘিরে থাকে স্মৃতি বিপুলের শ্রাবণ মাটির ঘ্রান
বৈশাখের কপৌ ফুলের সমারোহ
 ফেলে এসেছি মেঘের শরীর জুড়ে লেপ্টে থাকা সোনালি রোদ্দুর
ঘুম জড়ানো হালকা শীতল হওয়া
পথের দুধার রাঙানো কৃষ্ণচূড়া রাধাচূড়া।

রাস্তা স্পষ্ট মনে করতে পারি,
হেঁটে চলতে পারি এতো দূর থেকেও অবলীলায় ;
স্বর্গের সোপানে সোপানে চা বাগানের সবুজ ঢেউ ;
অবসরের মুহূর্তগুলো
চোখের জ্যোতিজালে আটকে থাকা দিনগুলো
হাতড়ে বেড়াই ।

লাল সবুজ কামলা সাদা বেগুনিতে ডুবে থাকতো মন
গোলাপি স্বপ্ন থাকতো চোখে ,
সোহাগে করুনায় ছলনায় বিষাদে আবেগে ভিজেছে
কত অযুত কোটি নিযুত সহস্র মুহূর্তরা।
মেহেন্দী  রং ধরেনি।
এতো যে ঘুরে ফিরি দেশের শহরে,গ্রামে "জয় আই অসম " বলে এখনো মৌন চিৎকারে বুক ফাটে।
কেঁপে কেঁপে উঠেছে পাঁজর
শুধু এই উপত্যাকার কষ্টে।
কুটির বানানোর প্রত্যাশাতে একটুকরো জমি খুঁজি সেই বুকেই;
এই দুস্থ প্রেমিকার নির্বাসন কেউ জানবেনা।

Saturday, March 17, 2018

Life

My love,emotions,anger,
Worry, frustation intertwined.


Situations,circumstances unwind.
Faith in destiny, Strength in Luck;

Difficulties transform into stimulus,
Me go ahead Happily.

Thursday, March 15, 2018

অসুখ




কেউ কেউ মন খারাপ ভোগে
কেউ আবার বোঝেইনা কিসের মন খারাপ
কেউ কেউ জানতেই পারেনা ,কেন ভালো নেই ;
কেউ আবার মনের কথা জানেই না।
আমার অমর সুখ।
----------------------------------

জং ধরা অতীত 
মরচে রং ধরেছে;
অবসরে  ফিরে আসে যখন তখন
কিছু ভালো লাগা , ভুলতে চাওয়া ;
উঁকি মারে। ------------------------------------------------

আঙুলে আঙুল ,হাতে হাত
মনের আঙিনায় জড়িয়ে রাখা ছিল।
কথাগুলো ব্যাথা হলো
ঝরে পড়লো কিছু অশ্রুকণা হয়ে ,
বাকিরা প্রলাপ হলো।
---------------------------------------------------

কে যে কখন হোচট খায় প্রেমে,কিছু কথা থাকে 
দিশেহারা।
ধুপ ধুনোর আড়ালে
গোপন সব ই  আপন।-------------------------------------------------------

সদাই শংকা , ধর্ষণের আশংকা
এই বুঝি এলো কালবৈশাখী
অকালে বোধন হলো !
অতর্কিতে আক্রমণ , সব বিসর্জন।
পূর্ণতা নাহি পেল প্রাণ।

-------------------------------------------------------------
চিলেকোঠা মার্চ ২০১৮
২৭ ফেব্রুয়ারী ১০১৮© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Monday, March 12, 2018

এলোমেলো

এলোমেলো
১ 
সুদে আসলে ভালোবাসার হিসেবে পথ ছুটেছে পাল্লা দিয়ে,
চ্যালেঞ্জ ছুঁড়ে

ভালোবাসার সুতোয় বাঁধা
বিবেকের পরাজয়গুলি

খুঁড়িয়ে তবুও ছুট-ছুট...



এলোমেলো বিচ্ছিন্ন বিবর্ণ  
অতীতের পাতা ওল্টাতে চাইলেও
ভাঁজে ভাঁজে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো
হওয়াতে উড়তে থাকে
কুড়োতে হাপিয়ে উঠি
কিছু শব্দ মিসিং তবুও।



ফাঁকির ঘরে নাছোড়বান্দা শব্দের কোন্দল।
আবর্জনা সম ,হদিশ বিহীন
স্মৃতির ভান্ডার উলঙ্গ।
মায়াকাজল মুছে শূন্য হতে চাওয়া।

আলিঙ্গনের তরেই তড়পায়।
প্রেমে ব্যর্থ পুরুষেরাও
প্রেম দিতে নাহি জানে।
শুধু চেখে দেখা।


ঘুণে ধরা ,পোকাতে কাটা,
ছিন্নভিন্ন তিক্ত সম্পর্কগুলোতে
পেস্টিসাইড আর আতরের স্প্রে দিয়ে রাখি।
কখনো যদি আদিখ্যেতার কুচকাওয়াজ কানে আসে
বেবাক কুঁড়িগুলি ফুটতে দেব অবলীলায়......



জং ধরা অতীত 
মরচে রং ধরেছে
অবসরে  ফিরে আসে যখন তখন
কিছু ভালো লাগা , ভুলতে চাওয়া ;
উঁকি মারে।

কেউ কেউ মন খারাপ ভোগে
কেউ আবার বোঝেইনা কিসের মন খারাপ
কেউ কেউ জানতেই পারেনা ,কেন ভালো নেই ;
কেউ আবার মনের কথা জানেই না।

কিছু কথা ছিল দিশেহারা।
আঙুলে আঙুলে ,
মনের আঙিনায় জড়িয়ে রাখা ছিল।
কথাগুলো ব্যাথা হলো
ঝরে পড়লো কিছু অশ্রুকণা হয়ে ,
বাকিরা প্রলাপ হলো।

Friday, March 9, 2018

দীঘল উপন্যাস

সইতে পারে ,বইতে পারে আছে কয়জনা?
প্রেমে হাবুডুবু  এতো সহজ হয়না !
ইগো আর এটিচুড এর ভাণ্ডারে বসে অনন্য নাটকের সংলাপ;
থাকুক  সংঘাত  হাজার বারোশো
তার মাঝেও থাকে
অটুট  কিছু সম্পর্ক।অঢেল নদী বইতে পারে ,
দীঘল উপন্যাস হতেই  পারে ,
গরল মনে প্রেমের ভাষা ক্ষণস্থায়ী।
অন্যের মতাদর্শে , সম্মান জানাতে
না পারাটা  ভীরুদের সম্বল।
ভিন্ন মতে সহমত নয়,
সম্মান জানাতে না পারাটাই
আজকের বিশ্বের অসহায়তার  কারণ।

Thursday, March 8, 2018

দিঘলের এক প্রেম

৮মার্চ ২০১৮
বেজায় দিঘলের এক প্রেম
পেস্টিসাইডে চাপা দিয়েছিলো বুঝি
অহংকারে?
ঘৃণাতে ?
অভিমানে?

নাকি সুন্দর সাজানো অনন্য এক সংসারী পুরুষের তকমার লোভে?
হয়তোবা সমাজের চোখে মহান হতেই।

প্রেমের কাব্য খোশে পড়া।
হলুদ হয়ে যাওয়া পুরোনো প্রেমপত্র
ভাঁজে ভাঁজে নীল লাল কালি কী রাঙিয়ে দিলো মন ?
খুঁজে পেলে হৃদয় একটু মোচড় দিলো
গভীর গোপন কোনো ব্যাথা কি চিমটি কাটলো?
মুখ ঘুড়িয়ে চলে যাবার পরেও
জাবর কাটা থাকে ?

কথায় মুখর না হলেও
মুঠোফোনে অংকের সংখ্যা বাড়ানোর নিস্পৃহতা ,
মোহনবাঁশিটি বাজালেনা।
তাই কৌতূহলের গলাতেও ফাঁস।
ভুলে থাকার ভান ,ভুলতে পারা ,
আদপে ভুলে যাওয়া
ভুলে ভরা নয় কি?
তুমুলের করে চাওয়া যদি
পাওয়ার অভিলাষ নেই ;
তাগিদ নেই।
প্রেম মর্মান্তিক।
প্রেমের পথ ও পাঠ দুরূহ।
মিছে ভান ,মিছে অভিমান,
মিছে ক্ষোভ ,মিছে মোহ।

আমি নারী ,
নীড় নই। নীর ও নই।
জীবন শিখিয়েছে যাপন
ভুলতে চাইলে ভুলতে পারার দক্ষতা রাখি।
সুখের ঘরে মারিনা টোকা ,
লাজ লজ্জা মোহ অভিমান অহংকার
আজ সবটাই খেলো ,খেলা ও খোলা ।
প্রজ্ঞা পারমিতা

Wednesday, March 7, 2018

অঙ্গীকার

অঙ্গীকার উঠোনে শুকোতে দিয়েছি
সিক্ত বিক্ষিপ্ত সব অঙ্গীকার ,

ফাগুনের ছোঁয়াতে প্রাণ পায়ে যদি
ভিজে যাওয়া সব প্রতিশ্রুতির পাহাড় ;

চরম আশাতে বিছিয়ে দিয়েছি
আমার সুন্দর নির্মল পবিত্র উঠোনে।

প্রতীক্ষ্যাতে প্রহর গুনি
কী ভীষণ উৎসাহে।
 (৬ মার্চ ২০১৪)

Tuesday, March 6, 2018

লাশ

লাশেদের মিছিল দেখি রোজ,
কত লাশ ভুল করে বেঁচে আছে
কত লাশ নিত্যদিন কর্ম করে যায় ;
কত লাশ জীবন্ত হবার কামনাতে প্রার্থনাতে ,
কত লাশ জীবনকে আঁকড়ে ধরতে চায় ;
কত লাশ মায়াবী প্রেমে ডুবতে চেয়েও,ভীরু।
কত লাশ রোজ নিজেদের আয়নাতে দেখে
কত লাশ অন্যদের বেঁচে থাকাও দেখে।
এখন শরীরে প্রতিদিন লাশ হবার উদ্দীপনা। 
 (২৩ফেব্রুয়ারী ২০১৮)

Monday, March 5, 2018

ফাগুন

ফাগুন

৫ মার্চ ২০১৮
নিবিড় করে চাওয়া
আর
নীবিড় করে পাওয়া
তার মাঝে বিস্তর ফারাক।

------------------------
কখনো হারাই সবুজে,
কখনো বা নীলে
কখনও ফাগুনের আগুনে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
---------------------------------

সুখের লাগি ছাড়েনা  যারা,
সত্যি কী হয় সুখি তারা?
শান্তির
প্রতীক্ষা করতে করতে
পথ হারায় কি তারা ?
----------------------------------

স্মৃতির ঠাঁসবুনোট ,তাতে আবিরের ছটা ,
স্মৃতিমঞ্জুষা উপুড়ঝুপুড় করে

লোকসানের যোগফল করে নাকি তারা?

আচম্বিতে মনে উঁকি মারা কল্পনা,আসলে ছলনা।
----------------------------------------------------------
এক পা ,দু পা করে এগোনো

কল্প আলিঙ্গনে

ভিজে যাওয়া স্বপ্ন গুলোকে
ভাসিয়ে দেয়া ;

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger