মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক,প্রেম দেখি অহরহ ;
বাৎসরিক প্রেম দেখি কখনো সখনো।
অনেকেই দেখি আজকাল এই ফান্ডা তে প্রেম করে।
খেপ খেলে যা কিছু পায় ,
যতদিন পায়;
অভিনয় চালিয়ে যায় ভালোবাসার।
দিল তো পাগল হ্যায় এর সাথে মিশিয়ে গ্ল্যামার
অন্তহীন বৈভব কামনা।
মাথার হিসেব গরমিল করে মাঝে মাঝে।
আগের চেয়েও অনেক সহজ হয়েছি, সব কিছুই হজম করছি অনায়াসে ,
পাল্টে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি ,নাকি প্রাচীন ভাবছি নিজেকে ?
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত ,
তবে নিজে নিজেই মুচকি হাসছি গোপনে।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited
বাৎসরিক প্রেম দেখি কখনো সখনো।
অনেকেই দেখি আজকাল এই ফান্ডা তে প্রেম করে।
খেপ খেলে যা কিছু পায় ,
যতদিন পায়;
অভিনয় চালিয়ে যায় ভালোবাসার।
দিল তো পাগল হ্যায় এর সাথে মিশিয়ে গ্ল্যামার
অন্তহীন বৈভব কামনা।
মাথার হিসেব গরমিল করে মাঝে মাঝে।
আগের চেয়েও অনেক সহজ হয়েছি, সব কিছুই হজম করছি অনায়াসে ,
পাল্টে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি ,নাকি প্রাচীন ভাবছি নিজেকে ?
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত ,
তবে নিজে নিজেই মুচকি হাসছি গোপনে।
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited