Friday, September 30, 2016

স্রোত

মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক,প্রেম দেখি অহরহ ;
বাৎসরিক প্রেম দেখি কখনো সখনো।
অনেকেই দেখি আজকাল এই ফান্ডা  তে প্রেম করে।
খেপ খেলে যা কিছু পায় ,
যতদিন পায়;
অভিনয় চালিয়ে যায়  ভালোবাসার।
দিল তো পাগল হ্যায় এর সাথে মিশিয়ে গ্ল্যামার
অন্তহীন বৈভব কামনা।
মাথার   হিসেব  গরমিল করে মাঝে মাঝে।
আগের চেয়েও অনেক সহজ হয়েছি, সব কিছুই হজম করছি অনায়াসে ,
পাল্টে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি ,নাকি প্রাচীন  ভাবছি নিজেকে ?
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত ,
তবে নিজে নিজেই মুচকি হাসছি গোপনে।

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, September 22, 2016

জিজ্ঞাসা তাকেই

জিজ্ঞাসা তাকেই-----
আমরণ  মিথ্যাচার
রাগ অনুরাগ প্রেমের সম্ভাষণ।
সূক্ষ কৌশলে
সংগোপনের ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
সেক্স এপিল নেইতো  কি?
সততা  আর স্বপ্ন
দিন আর রাত
ভালোবাসা আর ঘৃণা
আলো  আর আঁধারের মাঝে ও
কিছু অদ্ভুত অসাধারণ অব্যক্ত  বোধ বাস করে।
সেক্স এপিল নেইতো  কি?
শরীর আর মনের সংযোগ স্থলে থাকে একটা সাঁকো ;
কেউ থেমে থাকে এক পাসেই ,
কেউ কেউ পেড়িয়ে যায় অকপটে, সাহসে।
(প্রজ্ঞা পারমিতা )
২২ সেপ্টেম্বর ২০১৬
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Monday, September 19, 2016

জং

মনে  জং
মুর্খতার মুখোশ পরি অহরহ,
সভ্য লোকের তীব্র চিত্কারে।

কোলাহলে লুকিয়ে থাকে সব আবেগ ,
কিছু কিছু শূন্য স্থান  থাকা জরুরি।
বিষাদ বড় সংক্রামক।
আমিও যাব মিশে ,জীবনের কলরব ছেড়ে,
কবে কোথায় কী ভাবে,অজানা। 
আজকাল বড্ডো বাঁচতে ইচ্ছে করে ,একা একাই। 

Saturday, September 17, 2016

ঘুম চুরি যায়


ঘুম চুরি যায় প্রায়শই
কুচকাওয়াজ  করে স্মৃতি গুলো আসে 

স্মৃতির পাঁচালিতে মায়াবী  সব উন্মাদনা
অনুভবের  শিখরে নিয়ে আদিখ্যেতা করে
ঘুম চুরি যায় প্রায়শই। 


সেই কবেই তো ক্যাপসুল করে মনের সিন্দুক বন্দী ;
তবুও  অহরহ কেন হানা দিয়ে যায় অকারণ ,
কবে কোথায় কী ভাবে 
হৃদয় দিয়ে জানতে চাই গোপনে কিন্তু,পরন্তু
.....সব মিলেমিশে একাকার / শুধু হাহাকার ;
আজকাল  ঘুম চুরি যায় প্রায়শই।
 ১৬ সেপ্টেম্বর ২০১৬

Wednesday, September 14, 2016

রাঙা

গতানুগতিক যদি নাই বা হলাম
কি এসে যায়  তাতে?
তুমি অন্যরকম হওনা কেন নিজের সুবিধার্থে ?

সহজ কথা সহজ ভাবে বলা,
সহজ করে শুনতে এত ব্যথা?
ইচ্ছে গুলো হায়ড্রআর মতো ফনা তোলে অযথা;

ভেতরের ঘুমন্ত নেকড়ে প্রায়শই  চায়ে বেরোতে 
সবার ভেতরেই একটা নেকড়ে  আছন্ন  ঘুমিয়ে থাকে  ,
অত্যাচারে আসে বেরিয়ে  ,তাই কত শান্ত সুধীজন হঠাৎ  হিংস্র হয় কখনো।  

অলেখা কথা,কবিতা,স্তুপাকৃত কিছু ভাবনা শবের পাশে রাখা।
ওপরের চাদর  ফুল মালা সবই  সাদা ;
ভেতরে কিন্তু এখনো 
সবই রাঙা । 

Tuesday, September 13, 2016

যদি হঠাৎ

হঠাৎ যদি ফিরে  আসতে  চায়ে মন 
অশ্রু নদীতে ভেসে চলে গেছি অনেকদূর জেনো ;
মিলনের আশাতে  চোরাবালির  চর ,
দুঃখ তো ততদিন  পেরেছো দিতে
যতদিন ছিল ভালোবাসা নামের ভুল বাসা।

ভালো থাকার প্রতিশ্রুতি বদ্ধ,
মৌনিতা ছুঁয়ে নীরবে একাকিত্ব উপভোগ।
বেওয়ারিশ স্বপ্নের লাশের ওপর দিয়ে ব্যাথার স্নায়ুতে ভর দিয়ে  অভিমানের বোঝা নিয়ে
তর্কের পাণ্ডুলিপি উপরে ফেলে ,
উষ্ণতা বিহীন জং ধরা হৃদয়ে শান দিয়ে যোজন যোজন দূরত্ব পেরিয়েছি  অবশেষে।
আস্তিনে লুকোনো হাত ব্ল্যাক হোলে মিলিয়ে দিয়েছি।


বাস্তবের পালঙ্কে মন খারাপের ঠাঁই নেই ,
পদাবলী কীর্তনের মতো বর্ষা ধুয়ে দিয়েছে পুরোনো সব পদাবলী।
এমন একটা জায়গাতে যেখানে কাউকে মুগ্ধ করার ইচ্ছে বা প্রয়োজন পড়েনা ,
সেখান থেকেই শুরু হয় স্বাধীনতা , শুরু হয় বেঁচে থাকা
ফুরোনোর সময় সব মায়া  মোহর উর্ধে  বাঁচার স্বাদ আলাদা।

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, September 10, 2016

প্লাবন

আমার বিনিদ্র রাজনীর সাথী  তুমি
সবটাই বিলাপ;
স্মৃতির বানভাসিতে
প্লাবনে জাহাজ ভাসে গোপনে।
তোমাতেই বিলীন  
 তোমাতেই আপ্লুত।
তোমাতেই আমার সব পাওয়া না পাওয়ার
বাঁচা মরার জীবনপণ।
আঁচলে ঢাকি, আদরে জড়িয়ে রাখি
আবেগের  ঝুড়ি।
হাঁড়িতে ফুটন্ত চালের মতো
এক একটা  স্বপ্ন টগবগ করে। 
তোমার স্পর্শ
তোমার চুম্বন
উষ্ণতা ছুঁয়ে থাকে সর্বাঙ্গে।
(প্রজ্ঞা পারমিতা )
(৬ সেপ্টেম্বর২০১৬)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, September 6, 2016

শুধু ট্যাক্সিতে বলা যায়

মুঠোফোনে। ....
"আচ্ছা আজ কি একটু দেখা করে কথা বলা যাবে?
হ্যা , যেতেই পারে।
বলছিলাম যে  অফিসের পর কিছুটা পথ মানে ধারো  গড়িয়াহাট থেকে যাদবপুর অব্দি যদি ট্যাক্সি তে যাওয়া যায়?
হ্যা , কিন্তু  ওই  পথ  ট্যাক্সি করে , ঠিক বুঝলামনা,
কথা কম তাই,ওইটুকুন  সাথে গেলেই হবে।
তাহলেতো কোথাও বসে এক  কাপ কফি খেতে খেতে কথা বলে নিলেই তো হয়;
না তা হয় না.
মানে?
কিছু কথা শুধু ট্যাক্সি তেই  বলা যায়.
(হতবাক হয়ে একটু চুপ থেকে বলি) তেমন ও কিছু কথা থাকে? যেটা শুধু ট্যাক্সিতেই বলতে হয়?
হ্যা।
অন্যকোথাও বলা যায়না?
ঠিক তাই; ট্যাক্সিতেই বলতে হবে।
অটো হবে না?
না। 
তা কোন ধরণের ট্যাক্সি?  ওলা, উবের, গতিধারা নাকি প্রাক্তন হলুদ?
তেমন কোনো বাছবিচার নেই ট্যাক্সি হলেই হবে; হলুদ ও চলবে।
(একটু ভেবে নিয়ে উচ্ছাসে বলি) হাত ধরে না কি আঙ্গুল ছুঁয়ে বলতে হবে সে কথা?
সে তুমি যা খুশি ভাবো , ট্যাক্সিতেই বলতে হবে।
আমার সেই দু কিলো ওজনের ব্যাগটা কিন্তু দুজনের মাঝেই থাকবে।
সেকি? সে আবার কি কথা? ব্যাগ সে রাখা যাবে পাশে কোথাও।
না, সে মাঝখানেই থাকবে আর ভুলে যেওনা ট্যাক্সি ড্রাইভার ও সামনে থাকবে।
সব দেখা যাবে এবার ফাইনাল বলো।
ঠিক আছে দেখা হবে ঠিক সাতটাতে। "

সন্ধ্যে সাত টা  বেজেছিল
কিন্তু দেখা এ হলোনা।
আকাশ এমন অঝোরে কান্না জুড়লো
ভাসিয়ে দিলো শহর
কখনো গর্জে কখনো শান্ত হয়ে বলতে লাগলো
'এ তুমি করতে পারোনা, কখনো না ,তুমি যেওনা ,তার ডাকে সারা দিওনা ';
ভালোবাসার বানভাসি মর্মান্তিক।

আজ আবার মুঠোফোনে  তার গলা
"চারুলতা  কাল অনেক কষ্টে যখন একটা ট্যাক্সি পেলাম ,
সে বললো যাবে না। দুজনের যাবার কথা , সে তাদের প্রতিখ্যাতে।
ড্রাইভারকে বোঝালাম তারা আজ আর কথা বলবেনা
চল্লিশ টাকা বেশি দিয়ে যাদবপুর গেলাম জানো ,
একা। একদম একা।
জালে ভাসছে শহর , বৃষ্টির সাথে অঝোরে ঝরছিল আমার চোখ , বিশ্বাস কারো।"

মনে মনে বলি
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..
কিন্তু কাকে উদ্দেশ্য করে ভাবলাম?
আকাশ না  পাহাড় ?


এমন কথা অজানা রয়ে গেলো। 
শুধু ট্যাক্সিতে  যা বলা যায় ,
ট্যাক্সিতেই  শুনতে হয়। 
 

Saturday, September 3, 2016

mukhosh pora manush

Tuesday, October 27, 2009

mukhosh pora manush

mukhosh pora manush

Maan ar Hoooooosh thaka so called MANUSH mora
Tabu achorone nei shalinata...
Matha thuke kori prochar uccho srenir prani aha!
tabu jodi bujhi oti nikristo manoshikata.
Mukhoser kholar khela
Chalo kheli mora.

Anonymous said...
Mukhosh kholar khelakhelte chao tomra?
se je peyaj cholar pala..
natun mukhosh daye je dekha,
aborane dhaka.
hoy jodi bivishika
tar cheye kaj ki baba!!!
jemon achi thakina mora!!!!

Bhalobasha bashi hoy

Bhalobasha Pay na Basha-
Bhalobasha Payena Basha --
Ghure fere nirjone ---
Shunyota bichano thake ---
moner char pashe -----
Alo dekhaye jara ---
onaadore pore thake tara ---
Matritya, mamata,saab akre ----
Pore thake onadore, ----
Bhalobasha payena basha..........
E je ek karun khela.

যন্ত্রনা

Monday, November 16, 2009

যন্ত্রনা




চারিদিকে ছাড়ানো ছিটানো যন্ত্রনা গুলো


খেলাকরে অবিরাম দিকভ্রান্ত ,

ডাকি তাদের আদর করে


পাশে বসাই.....জড়িয়ে ধরি;

নিরব অভিমানের দোসর ওরাই ;


ওরাই যে মোর খেলার সাথী ,আকড়ে ধরি ওদের আমি !!



যন্ত্রনা ~
     
প্লাবিত করো

পবিত্র করো
নিস্তব্ধ করো 
চিরতরে

নীরবে
নিঃব্দে ...........

ভেজা মন

ভেজা মন

Friday, November 20, 2009
ভিজে যাওয়া মন
সিক্ত শরীরের শীতলতা ছুঁয়ে
আজো  দাঁড়িয়ে।

অপেক্ষাতে । 
অপেক্ষার  বিড়ম্বনা ,
ফেলে আশা ছোটো ছোটো আশা 
উঁকি মারা 

পিছু ফিরে দেখা। পবিত্র স্বপ্ন
তাবু খান খান ;
শুভ্র বাসনা
তবু অপবাদ।
ভিজে মন নিয়ে
আজো দাঁড়িয়ে
আজও অপেক্ষ্যাতে।
(প্রজ্ঞা পারমিতা )  
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

purono sei aki-buki


Wednesday, February 24, 2010

23rd feb2010



purono sei aki-buki,
porar majhe nijer sathei lukochuri
ek-du bakyer anubhuti,
khatar pata,boier molat bhorti.


chinno patar badhai khataye,
mone poraye kato kathai.......
ekka-dokka ar tippu khelaye
ki name jeno dakto sabai……


atafol, aada, aakh, amloki ar pich er gach,
sadai kemon nirbikar!
Petunia, zerbera,dahlia,begonia, chandramollika, togor,lavender.
Sohag latar jhuri, ar bivinno lily…..
Gandhoraj ar tagor baddo tader ahonkar!!
Probesh mukhei Ghano sabuj patar modhye ghiye ranger gandho madhur topa topa dudiker duto kanchon,
Golaper nanan barno ar cheharar sambhar….
Sabar majhe, bleeding heart tanto amaye michi michi.
Nam na jana aro kato bahari ful-
Taboo toripodkore edhar odhar theke
jhule thakto ruposhi orchidra.


Cactus gulo advut advut vibhinno shul niye chardhare bhorti,
Eto nishangsho holeo oder sathe kijeno ekta thakto amar chukti.
anek anek din por hatat kore ful fotato..oi hingsro katagulor modhye!


Siuli gacher aral theke, surjyo uki marto jakhon,
jagato mone anek proshno!
Uttor khuje petamna kakhano!


Rastar dudhare krishnochura ar radha chura……..
Kato kichur shakkhi hoye nirabe dariye roilo tara.


Oei dingulo ar ashbena kakhono.
Seta takhon bhabini ekbaro…..



seije kabe hatat dekha holo

Saturday, December 19, 2009

Saturday, December 19, 2009



seije kabe hatat dekha holo .. gariahatar mor e
tumi hatat thomke , achamka eshe darale samne
amito abaaak!!!!
sei eki chauni
sei eki hashi
mukhe kichui na boleo bojhale anek kichui.
ami bokar mato hoyeo saprotibho hoye boli
"aare ekhane?"
"hmmm"
"ki khabor ,kemon acho?"abar aaure jai
"tumi bhaloi acho--aager cheyeo bhalo.."bolle tumi
"tai bujhi? amito bhaloi thaki!"ami boli

"anek ke kharap rekheo tumi bhalo thako--tai theko."

tomar katha karkash na holeo dharalo shonalo.
chardiker sabdo-dushane ami thik shunte na paoar van kori.....
gariahatar mor -aneker nostalgiyar karon
anubhab ar anubhutir haat dhore kato kato samporker shakhi...

Majhe Majhe

Majhe Majhe

Monday, June 25, 2012


Majhe majhe  sabai amra ektu bhabi,
Majhe majhe sabai  amra hariye jai sei fele asha diingulote,
Majhe majhe  sabar hriday binaye beje othe purono sei shur...
Shikha bariye daye durotto  jiboner gotir niyome;
Almora bhenge smriti gulo hana diye jaye sabbar mone majhe majhei........
Shukno Boder halud -lal danar mato ekta ekta kore kuriye kahi 
anubhutir murir sathe
amara sabai majhe majhe......

Bhabnar michile shamil hoy kichu shabdo,
Egiye chole ek ek kore;
Paye paye joriye dhore latano agachar mato,
Thomke jete jete Chomke otha----fire asha ;
Majhe majhei sabai amara ektu Bhabi!!!

© 2012 Paramita Prajna



 

পারবেতো?

Tuesday, September 18, 2012



পারবেতো?


সর্বস্ব দেবে বলে
       ভালোবাসবে বলে
ভালোবেসে  নিঃশেষ হবে বলে
     আষ্টে পিষ্টে রাখবে জড়িয়ে।
ভুয়ো স্বপ্নের মায়াজালে জড়ানো মিথ্যাচারের বুলি।

বুঝেও অবুঝ হয় থাকা, জেনেও না জানার ভনিতা ,
            পরখ করা !আর অপদস্থ করা !
অত্যাচারের আঁচড় আর কালশিটে  ছড়িয়ে দেয়া যেথাসেথা  ,
           এতটাই অহংকারের নীচতা।

বার বার কেন আসব ,  ফিরে ফিরে লাঞ্ছিত  হতে ,
       অবজ্ঞার বোঝা সরিয়ে
হীন্যমানতা   কে ঠেলে ফেলে
       কেন চারপাশেই ঘুরে বেড়ানো চুপিসাড়ে !

যেদিন অবজ্ঞার ঝর্ণা বইয়ে দেবো
         ঘেন্নার থালা ভরিয়ে দেবো  ,
দুচোখ দিয়ে করুনা  নিঃসৃত করবো 
             পারবেতো  নিতে?



অনেক নাপারা  কিছুই, খুব সহজে পারা হয়ে ওঠে।
        সময়ের চাকা ঘুড়ে যায় 

যখন তখন ,অজান্তেই ,ধীরে ধীরে ,ক্রমাগত ,
        প্রস্তুত থেকো কিন্তু।



এ নয় আমার আস্ফালন 

           এ নয় আমার অনাচার 
এ আমার প্রতিশোধ নয় ,
          এ আমার বেঁচে থাকার নতুন প্রয়াস।


 by Paramita Prajna on Friday, June 15, 2012 at 3:52pm ·
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited


Jhorer thikana

Tuesday, September 18, 2012

Jhorer thikana


Jhor k kore shathi, sondhyebela cholar pathe niblo je baati,
Bohu  kal por hatat porlo tomaye mone;
Andhokare te matal haaoa bidhlo moner kone.
Jhoro haoaye shukno pata, kagoj elomelo,
dhulo mekhe pakiye pakiye ghurni hoye khelche icchemato!
Icchetato oder noy, jhor oder baniyeche daashi.

Bohu kal por hatat,  moner anginate unki marle  tumi.

Prosno elo mone agunito....pagolpara matal haoa janlo na kakhono;

Bohu kal por hatat abar kichu prosno dilo unki.

Ei kaal boishakhir matoi ki tumi proti bachor toch-noch karo  sarir, mon bivinno narir?
Khela karo mukhosh pore, tarpor udhao hao khela sango kore?
Abar anya  kothao jhor tulbe bole, natun mukhosh porbe bole?

Bohu kal por hatat abar kichu prosno dilo unki.

Jhoro matal haoa uriye niye megh,
Dharshone  lipto hoye kare  kato mohiruha brikhya ke mlaan.
Dhuye pobitro kore dite chaye ajhor dharaye mehg ...
Kintu tate ki hoye? tate ki jaye dhuye muche saab?
Ki pao tumi? keno karo narider ebhabe apoman?


 by Paramita Prajna on Saturday, April 7, 2012 at 7:02pm ·
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

ঝড়ো হওয়া

Saturday, July 18, 2015


ঝড়ো হওয়া

ঝিরি  ঝিরি  থেকে ঝম ঝম
বুকের মাঝে শিহরণ ;
এই এক পাশলার জন্য কী আবেদন।
আষাড় বড়ো  অসার লাগে
 ঝড়ো  ঝড়ো  মনের মাঝে;
কী বিপুল ঝড়ো হওয়া অবিরাম।
ভেতরে বাইরে তোলপাড়,
শান্ত সংযত নয়ন কী  যেন,
কারে  যেন খোজে বারবার।

যন্ত্রনাতে হলাম যন্ত্র

Thursday, October 18, 2012



যন্ত্রনাতে হলাম যন্ত্র 

কতদিন কুড়োই নি ফুল
কথা হয়নি আকাশের সাথে ;
পা ছড়িয়ে বসা হয়নি ঘাসে ,
একান্তে করিনি খেলা নিজের সাথে।

শোনা হয়নি গান ,
উচ্ছ্বাসে  দেয়নি যে তাল।
পাখি প্রজাপতি সব যেন গেছে দূরদেশে ,
চাঁদ কেও বড় মলিন লাগে।

তুমি দিয়েছিলে গন্ধ ভালোবাসার ,
যন্ত্রণাতে যন্ত্র হলাম আজ।
ভুলতে চেয়ে  তোমায় ,
হারিয়ে গেলাম অজানায়।

রাশি রাশি পাগলপাড়া ,
মন হতো লক্ষীছাড়া
তবুও কেন গন্ধ পাই এখনো ?
যন্ত্রণাতে হয়ে যন্ত্র ???
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

ভাবনার কোলাকুলি

Wednesday, October 15, 2014

চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা


ভাবনার কোলাকুলি

বৃষ্টি ভেজা, রোদে শুকনো 
আমার ভাবনাগুলো যে দিন তুমি চাইলে
,
অবাক নয়নে চেয়ে দেখলাম তোমায়,
 

তুমি ততটাই নির্লিপ্ত হয়ে বললে, "কি? দেবে না?"
"ওগুলো সব এলোমেলো, ভিজে, ঝাপসা ;

রোদে কোঁচকানো, আমি সহজ হয়ে বলি; "
"আমি ঠিক খুঁজে নেব,
বুঝে নেব, প্রত্যেকটা অক্ষর সাজিয়ে নেব - "
তোমার মত করেই মিষ্টি করে বললে তুমি।
আমি ততোধিক অবাক হয়ে তোমার চোখে চোখ রাখি;
তুমি এবার সপ্রতিভ -

বললে, "কি হল, দিয়েই দেখ না, একবার বিশ্বাস করে
নিবিড় ভাবে তোমার মনের অলিতে গলিতে
বিচরণ করতে পারি, বোঝো না ?
তোমার অন্তরের প্রতি পদক্ষেপ চেতনা, চেনা ও জানা;
তোমার মনের ভেতরের পাড়ার খবর আর কে রাখে ?
খোলস দেখেছে তারা, ভেতর দেখেনি
l "
আমি চোখ নামিয়ে বলি - "জীবন চলছে যেমন চলুক,
তোমার হাতে হাত রেখে নাই বা হল পথচলা "
লিপ্সা আছে চিতিয়ে, মধুর থাকা এভাবে
এপাশ ওপাশ করে ভাবনার জাল বুনে যাওয়া

ভাবনার করিডোর

Thursday, August 6, 2015


চিলেকোঠা ওয়েবজিন: কবিতা - পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

ভাবনার করিডোর
পারমিতা প্রজ্ঞা ভাওয়াল

                 
ভাবনার  করিডোরে   পায়েচারি কেনো  ?
সবেতেই কেন সঙ্গী  অনুক্ষন ,
অনৈকট্য ,অবহেলা , অনাদর
চাদর  মুড়ি দিয়ে গুটি  গুটি  পায়ে
চিন্তার ককটেল পান করে
এধার ওধার সারাক্ষন।
অবাধ  বিচরণ।


Friday, September 2, 2016

আগুন



আমি আগুনের কাছে একমুঠো ফুলকি ভিক্ষে চেয়েছিলাম।
আমি শীতলতার বদনাম পেলাম।

আমি জ্বলে দগ্ধ হ'তে চেয়েছিলাম,
আমি পুড়ে আরও পবিত্র হয়ে উঠলাম।

আমি অমৃতকে বিসর্জন দিয়েছিলাম
আমি আমাকে আরও কাছে পেলাম।

আমি আগুন হ'তেও চাইতে পারতাম!!
আমি অজান্তেই ছাই হয়ে গেলাম।


(June 26, 2014 at 7:09pm)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

মৌনতা আর নীরবতা দুই সই


মৌনতা  আর  নীরবতা  দুই সই ....

December 10, 2013 at 2:50pm
তুমি বললে  , কিছু  লেখো
আমি বললাম , আমিতো লেখিকা নই।

তুমি বললে , একটা ছোট কবিতা 
আমি বললাম , কবি আর আমি?

তুমি বললে ,ঠিক আছে , যা মনে আসে
আমি বললাম , মন? সেতো আর নেই ,সেই কবেইতো হারিয়ে গেছে ;

তুমি বললে প্রাণ?
আমি বললাম ,সেটা আছে ,কিন্তু জর্জরিত ,জীর্ণ ,বাকরুদ্ধ। 

তুমি মুচকি হেসে বললে , তবে মৌনতার ভাষা তুমি জানো।  শেখাবে?
আমি বলি একগাল হেসে , হ্যা, কিন্তু খুব কঠিন। পারবেতো???

তুমি চুপ ,আমিও। 

প্রজ্ঞা পারমিতা
 
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited.

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger