Friday, December 16, 2016

অকবিতা


কবিতা আমার হয়নি কখনো
কবি ছুটি নিলো তাই ;
অকবিতা কে আগলে পথ চলা  একাই।

 কতো শত দিন বলে যাই  কতো কথা
ভেবেছি তুমি শুনছো হৃদয় দিয়ে আমার আকুলতা।
আজ বুঝি সবটাই ছিল মূর্খের পাঠশালা।

দিনান্তের উপলব্ধিতে দগ্ধতার ছায়া ,
একটুখানি ছুঁয়ে থাকা।
অপরিসীম পাওয়া।

সত্য আর স্বপ্নের মাঝে
বাস  করে মায়া
লেলিহান শিখা তে তোমারি ছায়া।

দিন আর রাতের মাঝে
সূর্যাস্তের অপরূপ রঙে
তোমার নয়নের দৃষ্টি রাঙানো শোভা ;

আলো  আর আঁধারের মাঝে
তোমারি  আবছা
অবয়ব আঁকা ।

ভালোবাসা আর ঘৃণার মাঝে
চুম্বনের আড়ালে
আলিঙ্গনের তুমি।

আমার আঁচল
বিছানো থাকে
পাছে তোমার চরণে লাগে  ধূলি ।

কেউ কেউ  হয় ওয়াইজ
কেউ কেউ
আদার ওয়াইজ।

তার মাঝেই
জীবনের অসীম বোধ।
নমস্য আর নতজানু হয়ে থাকি জীবনভর।
১৩ই ডিসেম্বর ২০১৬

Saturday, December 10, 2016

আড়ি আড়ি আড়ি

"আড়ি আড়ি আড়ি
কাল যাবো বাড়ি
পরশু যাবো ঘর
হনুমানের লেজ ধরে টানাটানি কর।"

আড়ির  সাথে ভাব আমার চির কালের
আড়ি আমায় দিয়েছে অনেক ফুলঝুরি
আড়ির সাথে তাইতো আমার বিবাদ নেই কানাকড়ি।
আড়ির সাথে সদাই যে  সখ্যতা 
আড়ির পরেই জানা যায় হাড়ির খবরটা।
আড়ি  ছিল ছোটবেলাতে খুব কষ্টের
বড় হতে হতে টের পেলাম ওটা জীবনেরঅঙ্গের ;
আড়িকে জড়িয়ে ধরে সবাই,
 ভর করে যখন সময় .
হনুমানের লেজটাও তখন নাগালের  বাইরে হয় ।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

ভাবনার কোলাকুলিতে কাঁটা তারের বেড়া

ভাবনার কোলাকুলিতে কাঁটা তারের বেড়া
ধূসর দৃষ্টিতে তবু ছুঁয়ে যাওয়া।
আদোলে আদর
সোহাগের রামধেনু  মেখে প্রেম দেয়  হানা ;
কলুষিত বাতাস,
বিদ্যূৎ প্রবাহ।

ক্ষত কে পরিত্যক্ত করার অনুশীলন
ছাকনি দিয়ে ছাকি ব্যাথা ,
ক্ষতকে আলিঙ্গনে দেই  বিদায় ,
ক্ষত  নিয়ে নয় আর যাপন
রক্তাক্ত মনের সম্ভাষনে উদযাপন। 


১০ই ডিসেম্বর ২০১৬ © Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, November 26, 2016

বাতাসে রাজনীতি


যে আসবে বলেছিলো , এলোনা। আসবেনা।
রেণু মেখে পাঠালো কি তোকে তিতলি ?
সংগীতের সদাই আমি স্থায়ী তে।
অস্থায়ী সে বার বার !
আমি মুখরা ,সে  অন্তরাতে।
অকারণে পথ চাওয়া।
চাপা আগুন অন্তরালে।
আমলকী  টুপ্ টাপ পরে টিনের চালে
তাতেই পায়ের শব্দ অগোছালো।
 ঢ্যাঁড়স  গাছে ফুল ,লাউ আর কুমড়ো গাছেও।
হলুদ আর কামলাতে মিশে থাকে সুপ্ত প্রেম।
পীচফল এতে ভরা গাছ
সেই রক্তিম দানার খাঁজে  খাঁজে
রক্তাত্ব হৃদয়ের  বাসা। 
আঁখের ঝোপের আড়ালে শুয়ে থাকে বাসনা
বাতায়নের সব সৌরভ ম্রিয়মান ,
শরীরের ঘ্রানে  আবিষ্ট।
(২৬ নভেম্বর ২০১৬।)

Friday, November 25, 2016

অযুত লক্ষ নিযুত কোটি

 আমার অযুত লক্ষ নিযুত কোটি স্বপ্নের  সমাধিতে
কিছু অপূর্ব প্রজাপতির সমাবেশ;
সারাদিন কেটে যায়  তাদের বর্ণময় খেলাতে ,
মনোরম স্নিগ্ধ ওদের ভেসে বেড়ানো
ডানা তে রূপের কারুকাজের সম্ভার;

স্বপ্নগুলোই কী ভেসে বেড়ায় রঙিন হয়ে ?
প্রাজ্ঞজন কী বলবে ?বিজ্ঞজন?
আমার মস্তিষ্কের ডোপামিনের হেরফের ?
ডানাতে স্বপ্নের অলীক বাসনা নিয়ে ওরা চারপাশ করছে রঙিন ।
তিতলি সব উচ্চ্বাসে ভরপুর ;
স্তব্ধতার মাঝেও নূপুরের রিনিঝিনি শুনি ,
আমার উদাসীনতা হয় উধাও 
মনে মনে নতুন স্বপ্নের জাল বুনি ,
প্রহর গুনি।
আবেগ আর বিবেক সৎ ভাই
প্রজাপতি ছুঁয়ে সাঁকো পেরোতে চায়।











Wednesday, November 23, 2016

একটা বুনো প্রেম (২৩ নভেম্বর ২০১৬)


একটা বুনো প্রেম
আদিম মাদকাতা সিক্ত ;
অদম্য প্রেমে দেহের নির্যাস ,
অস্থিরমতি নাগ্নতা তে  রক্তাক্ত ওষ্ঠ ,
কোণঠাসা করা উন্মাদ নিঃশ্বাস,
শরীর ও মনের বুনটে অবিছেদ্দ   দুই দেহ
দুজনাতে নিমগ্ন ।

আত্মা আর সত্তা অবিনস্ত ।
রুদ্ধ শ্বাস; এতেও বেবাক উল্লাশ;
রঙিন জল হয়রাণ।
আলিঙ্গনের উত্তাপের আয়ু
শীতল তরল থেকেও  কী  দীর্ঘমেয়াদি?
যৌন গন্ধে আচ্ছন্ন কোঠা
আচ্ছন্ন আলোতে স্বপ্নাতুর প্রাণ ;

প্রশ্ন একটাই ,
এলোমেলো দুটো দেহ সত্যি কি অবিচ্ছেদ্য ?

Saturday, November 19, 2016

বিছুটি

এক পশলা বৃষ্টি ভিজতে  গিয়ে
চোখে চোখ পড়েছিল অজান্তেই ;
মেঘ যেদিন করছিলো খেলা
সিঁড়ি দিয়ে  নাবছিলে  ভোরবেলা।

এক আকাশ ঝলসানো  রোদ্দুরে দেখা  হঠাৎ আবার,
আচমকা ,শুকোতে দেয়া শাড়ির মাঝে।
কাঠফাটা রোদে চৌরঙ্গী তে।
কেউ কাউকে  না দেখার খেলা চললো বেশ কিছু দিন।

তারপর একদিন লিফ্ট এর ছোট্ট বাক্সে শুধু দুজন ;
ভেঙে গেলো মৌনতা।
কিছুটাতো সৌজ্যন্যতা ,
তারপর আরো কাছাকাছি ,পাশা পাশি।


নন্দন, লেক,নলবন, পার্ক, কিছু সিঁড়ি ,কিছু বেঞ্চি ;
ফুচকা,ফুটপাথের চা,বাদাম  আর চীনে কেঁচোর তৃপ্তি,
পেঁয়াজি ,বেগুনী,ডেভিলের আমেজ পেরিয়ে
মাতলা মন উন্মাদ শরীরী মিলনে।

দিনক্ষণ ঠিক করে সমাজের চোখ  রাঙানি এড়াতে
চার দেয়ালের স্বাক্ষর রাখলো বিবাগী মন।

দ্রুত পেরিয়ে গেলো পথ অনেকক্ষণ ,
বুঝতে বুঝতে হারিয়ে গেলো হিসেবে নিকেশ।

ছল করার দিন হয় শুরু;
লোকসানে যোগফল মেলাতে 
বিপন্নতার দিন শুরু।ভাঙ্গনের দিন শুরু। 
নিষ্ঠা, সাততা, শৃঙ্খলা,  বিশ্বাসের , তামাশার দিন শুরু ।

নন্দনে   প্রাক্তন এর লাইন ,লেক  দীঘি হয়ে যায় ,
ফুচকাতে মিষ্টি জল ও দই ,সিঁড়ি শুধু ওঠা আর নামা ,
বেঞ্চে শুকনো পাতা, কাঠবেড়ালি আর পাখির ছড়াছড়ি।
প্রেম গড়াগড়ি দিতে দিতে মুচকি হাসে। বিছুটি পাতা দূর থেকে হাসে।
 
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, November 18, 2016

স্মশানের গন্ধ

স্মশানের গন্ধ পাই
সারা জীবনের  পাঁজা পাঁজা একাকীত্ব ,
সকল অভিমানের ঝুড়ি
Bhakra Nagal
মেঘের গুপ্তচরের কাছে ছিল গচ্ছিত ; 
লুটে নিলো  চাঁদের গাছ তলাতে বসে বসে  চড়কা কাটা  বুড়ী।
স্মশানের গন্ধ পাই তবুও।

মোহভঙ্গ দুর্নিবার ;ব্যাপ্তি ছাড়িয়ে  প্রেম।
কখনো হারাই সবুজের সুরে ,
কখনো বা নীলের ছন্দে ।
চলি আঁকাবাঁকা পথের সন্ধানে।
স্মশানের  ঘ্রাণ  তবুও;

মস্তিষ্কের নিউরনে  তীব্র  দ্রুততা  ,
মায়াজালের লুটেরা ডাকাত করে লন্ডভন্ড ;
নিবিড় ভাবে ছুঁয়ে থাকি
রক্তক্ষরণ এর নদীতে ভাসা স্বপ্নদের।
স্মশানের গন্ধ তবুও অহরহ।

(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
।© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, November 17, 2016

ক্লান্ত অকারণ

মৌনতা বড্ডো কঠিন,
চুরমার করে দিতে পারে সব ,
বাউন্ডুলে মন হয়ে যেতে পারে বাউল নিমেষে,
রাজকোষ থেকে রাজাকে ভাসিয়ে দিতে পারে এক লাহোমাতে।

আমি জানিনা কিছুই,
বুঝিনা কিছুই,
শুধুই ভাসি অলীক স্বপ্নে;
ঘুরে বেড়াই, উড়ে বেড়াই,কুড়িয়ে রাখি সব  যত্নে।

উড়ে যাওয়া ফুড়ুৎ করে,
সেট যাওয়া যেতেই পারে;
কবিতা ঝরুক টুপটাপ,
মনটা হোক খোলা আকাশ।

টুপটাপ পরে স্মৃতি গুলো,
কুড়িয়ে  যাই অবিরাম,  অবিরত।
ঝড়ের বেগে ঝরে পড়ে  বিক্ষিপ্ত, বিপন্ন  দ্বিধা দ্বন্দ ;
ক্লান্ত হয়ে ভেজে মন অকারণ।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )

রাখি লুকিয়ে নিজেকে


নীলাভ দুটো হাত মাঝে সাঝেই আজকাল করতে চায় আলিঙ্গন
বুঝি জড়িয়ে ভাসিয়ে নিয়ে যাবে মোর সুদূরে।
কোন অজানা সংকট হানা দেয় ,
কিন্তু মৃত্যু ভয় তো ছিলনা আমার কখনো।
তাহলে কি বয়েসের কোলে হামাগুড়ি দিতে দিতে
নির্ভিক আমি বিচলিত?
হাতছানিকে পাচ্ছি ভয় ?
মোহ মায়া  সবই তো পেরেছি দিতে বিসর্জন।
দুটি মানুষ আমাকে ছেয়ে থাকে অনবরত।
আমি সব শুনি ,আমি সব বলি , তবুও তোলপাড় অকারণ।
মৃত্যু হাতছানি দেয় অহরহ ; সময় এলো বুঝি আমারও।
আধার হয়ে আসে চারপাশ , হয় আচ্ছন্ন। 


নিজের কাছে নিজেকে রাখি লুকিয়ে। (প্রজ্ঞা পারমিতা ভাওয়াল ) ১৬ই অক্টোবর ২০১৬© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Wednesday, November 16, 2016

আলিঙ্গনের লিপ্সা


কখনো আলিঙ্গনের   লিপ্সা
জীবনের দাসত্বকে হারমানায় ;

কখনো মনের উপবনে প্রজাপতি গুলো
নিঃশব্দে রঙিন খেলাতে মত্ত্ব ,
তবুও কেঁপে ওঠে চেতন অচেতন। 

ম্যাজিকে আমি বিভ্রান্ত নই
কুলুঙ্গিতে জীবন ভ্রমরা
পেস্ট কন্ট্রোল অসমর্থ।

পায়ে পায়ে পৌঁছে যাই সেই অজানা পথে ,
সবুজ আর নীল সুর বাঁধে একসাথে।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, November 15, 2016

নাজেহাল

সমস্যা গুলো ধেয়ে আসে প্রবল বেগে
একটাকে সরাতে চাইলে অন্যটা গতিবেগ বাড়িয়ে ফনা  তোলে
প্রত্যেকটাই দত্যের মতো চপেটাঘাত করে অবিরত
ক্লান্ত হবার
দেয়না সময়

ঘুমে জাগরণে নিশিদিন
চলে তান্ডব তাদের 
বেপরোয়া আমি ড়ে  যাই ;
আনাচে কানাচে লুকোনো দায় ,

ছোবল বড্ডো ভয়াবহ

পালাতে শিখিনি
তাই জাপ্টে ধরি 

মনের ভেতর চলে ক্যারাটে কুমফু ,
নিধন করেই চলি কে একে একা  একাই ....

Wednesday, November 2, 2016

জ্বর

অনুভূতির জ্বর,অসহিষ্ণুতার জ্বর ,
কেঁপে কেঁপে ওঠে নিরন্তর ;
জানলা দিয়ে হাত বাড়াই
বৃষ্টির ছাট কে ছুঁয়ে থাকি
বিন্দু বিন্দু  জলের জলপট্টি।

গাছেদের জ্বর হয় ?
মেঘের জ্বর ,আকাশের জ্বর ,
পাহাড়ের ? নদীর ?
কেউ কখনো বলেনিতো।
বৃষ্টির জলপট্টি পায় কী ওরা ?

আমার মনের জ্বরের খবর
না, কেউ রাখেনি
কেউ না , কেউ না।
পুড়ে পুড়ে ছাড়খার হয় অন্দরমহল।
না কেউ জানেনি ,কেউ বোঝেনি।

Wednesday, October 19, 2016

বিবর্ণ

 শিউলির কাছে ,মেঘের গাড়িতে ,
কদম ফুলে,কৃষ্ণচূড়ার লালে ,
খোঁপার কপৌ তে  ,বকুল এর বুকে ,
গন্ধরাজ এর পাপড়িতে ,সুগন্ধি লেবু পাতাতে ,
জামরুলের গায়ে ,ব্লিডিং হার্ট এর  হৃদয়ে,
মাধবীর মধুতে ,জং ধরা টিনের ট্রাঙ্কে ,
মনের ডায়েরিতে লুকিয়ে  রেখেছি তোমার প্রেমকাব্য।

সবুজ  খাম , হলুদ খাম, সোনালী খাম,
সাদা সবুজ আরো কত বর্ণের কাগজে
লাল কালো নীল সবুজ  কালিতে  সেই সব  মনোহারি পত্রলেখা ।
বিবর্ণ  কিছু কিছু সময়ের সাথে ,
কিছু  এখনো উজ্জ্বল।
তোমার ছোঁয়া , তোমার গন্ধ ,
আতরের সেই ফিকে হয়ে আসা সুবাসে ,যত্নে আচ্ছন্ন।

কিছু পপির পাপড়ি লাল থেকে হয়েছে পেঁয়াজি ,
কিছু লাল গোলাপের কুঁড়ি ,শুকিয়ে কাঁদছে বুঝি ।
কিছু ঝাউ এর পাতা ,একটু যেনো হারিয়েছে সজীবতা ,
দুটো  ম্যাগনোলিয়া রয়েছে কাতর হয়ে এক সাথে পাশাপাশি।
আমার জং ধরা ট্রাঙ্কের  কোলে ছড়িয়ে ছিল আরো কিছু টুকরো আশা।
তাদের ছুঁয়ে সজীব হলো হিয়া ,
তোমাকে ছুঁয়েই তাই আজ ,লাল জলে ডুবে যাওয়া।

Monday, October 17, 2016

মধুর

বিশ্বাসের   নৌকো যখন যখন ডুবলো
ফাঁকি  দিতে শিখে  নিলো মন।

নিজের সাথেই  গোল্লাছুট
নিজের সাথেই বোঝাপড়া ,

বিস্মৃত আত্মজীঘাংসা ,
নবজন্মদিন পালনের উৎসবে মাতোয়ারা।

ধুপ ধুনোর গন্ধ তখন ব্যর্থ মনোরথ
কাঁচের গ্লাসে সুরা , সবটুকুই  সুধা ;

হেমন্তের পড়ন্ত বিকেলে নিজের সাথে নিজের উল্লাশ।
ঠোঁট বাঁচে বিষাক্ত চুম্বন  থেকে  শীতল কাঁচের গ্লাসের স্পর্শে।

বরফ গোলে যায় এলকোহলের বুকে,
আত্মহারা একরাশ মধুর সুখে।

Thursday, October 6, 2016

স্ফীত

ভালোবেসে লোহিত কণিকা বর্ণহীন
আবহমান কাল ধরে এতো প্রীতি কোথায় লুকোনো ছিল।
দূর হতে দূর হয়েছি।
যতবার কাছে যাই ছুঁয়ে  আসি অজান্তেই ,
প্রলাপে আঁকা আমার ব্যথর্তা।
বৃত্তের মধ্যেই ঘুরপাক ;
আধরা প্যাশন,
 মাতাল তো হইনা যদিও নিয়েছি  মাত্র সাত পেগ,
সজাগ হয়ে ওঠে মস্তিষ্কের কোষ ,
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত।
ভুল গুলো কে ঘুমের ওষুধে চুবিয়ে রাখার প্রয়াস।
স্রোত আমাকে নিয়ে চলে।
নিঝুম দুপুর থেকে গভীর রাত কেঁপে কেঁপে ওঠে ওষ্ঠ ,
কখনো নৈঃশব্দ্য বেজায় দুর্বহ, বড় বেদনার হয়ে ওঠে।
(প্রজ্ঞা পারমিতা ভাওয়াল )

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Friday, September 30, 2016

স্রোত

মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক,প্রেম দেখি অহরহ ;
বাৎসরিক প্রেম দেখি কখনো সখনো।
অনেকেই দেখি আজকাল এই ফান্ডা  তে প্রেম করে।
খেপ খেলে যা কিছু পায় ,
যতদিন পায়;
অভিনয় চালিয়ে যায়  ভালোবাসার।
দিল তো পাগল হ্যায় এর সাথে মিশিয়ে গ্ল্যামার
অন্তহীন বৈভব কামনা।
মাথার   হিসেব  গরমিল করে মাঝে মাঝে।
আগের চেয়েও অনেক সহজ হয়েছি, সব কিছুই হজম করছি অনায়াসে ,
পাল্টে নিচ্ছি, মানিয়ে নিচ্ছি ,নাকি প্রাচীন  ভাবছি নিজেকে ?
ডিওডোরেন্ট বিহীন কথা থেকে বিরত থাকি অবিরত ,
তবে নিজে নিজেই মুচকি হাসছি গোপনে।

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Thursday, September 22, 2016

জিজ্ঞাসা তাকেই

জিজ্ঞাসা তাকেই-----
আমরণ  মিথ্যাচার
রাগ অনুরাগ প্রেমের সম্ভাষণ।
সূক্ষ কৌশলে
সংগোপনের ষোলো কলা পূর্ণতা পায়ে কী ?
সেক্স এপিল নেইতো  কি?
সততা  আর স্বপ্ন
দিন আর রাত
ভালোবাসা আর ঘৃণা
আলো  আর আঁধারের মাঝে ও
কিছু অদ্ভুত অসাধারণ অব্যক্ত  বোধ বাস করে।
সেক্স এপিল নেইতো  কি?
শরীর আর মনের সংযোগ স্থলে থাকে একটা সাঁকো ;
কেউ থেমে থাকে এক পাসেই ,
কেউ কেউ পেড়িয়ে যায় অকপটে, সাহসে।
(প্রজ্ঞা পারমিতা )
২২ সেপ্টেম্বর ২০১৬
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Monday, September 19, 2016

জং

মনে  জং
মুর্খতার মুখোশ পরি অহরহ,
সভ্য লোকের তীব্র চিত্কারে।

কোলাহলে লুকিয়ে থাকে সব আবেগ ,
কিছু কিছু শূন্য স্থান  থাকা জরুরি।
বিষাদ বড় সংক্রামক।
আমিও যাব মিশে ,জীবনের কলরব ছেড়ে,
কবে কোথায় কী ভাবে,অজানা। 
আজকাল বড্ডো বাঁচতে ইচ্ছে করে ,একা একাই। 

Saturday, September 17, 2016

ঘুম চুরি যায়


ঘুম চুরি যায় প্রায়শই
কুচকাওয়াজ  করে স্মৃতি গুলো আসে 

স্মৃতির পাঁচালিতে মায়াবী  সব উন্মাদনা
অনুভবের  শিখরে নিয়ে আদিখ্যেতা করে
ঘুম চুরি যায় প্রায়শই। 


সেই কবেই তো ক্যাপসুল করে মনের সিন্দুক বন্দী ;
তবুও  অহরহ কেন হানা দিয়ে যায় অকারণ ,
কবে কোথায় কী ভাবে 
হৃদয় দিয়ে জানতে চাই গোপনে কিন্তু,পরন্তু
.....সব মিলেমিশে একাকার / শুধু হাহাকার ;
আজকাল  ঘুম চুরি যায় প্রায়শই।
 ১৬ সেপ্টেম্বর ২০১৬

Wednesday, September 14, 2016

রাঙা

গতানুগতিক যদি নাই বা হলাম
কি এসে যায়  তাতে?
তুমি অন্যরকম হওনা কেন নিজের সুবিধার্থে ?

সহজ কথা সহজ ভাবে বলা,
সহজ করে শুনতে এত ব্যথা?
ইচ্ছে গুলো হায়ড্রআর মতো ফনা তোলে অযথা;

ভেতরের ঘুমন্ত নেকড়ে প্রায়শই  চায়ে বেরোতে 
সবার ভেতরেই একটা নেকড়ে  আছন্ন  ঘুমিয়ে থাকে  ,
অত্যাচারে আসে বেরিয়ে  ,তাই কত শান্ত সুধীজন হঠাৎ  হিংস্র হয় কখনো।  

অলেখা কথা,কবিতা,স্তুপাকৃত কিছু ভাবনা শবের পাশে রাখা।
ওপরের চাদর  ফুল মালা সবই  সাদা ;
ভেতরে কিন্তু এখনো 
সবই রাঙা । 

Tuesday, September 13, 2016

যদি হঠাৎ

হঠাৎ যদি ফিরে  আসতে  চায়ে মন 
অশ্রু নদীতে ভেসে চলে গেছি অনেকদূর জেনো ;
মিলনের আশাতে  চোরাবালির  চর ,
দুঃখ তো ততদিন  পেরেছো দিতে
যতদিন ছিল ভালোবাসা নামের ভুল বাসা।

ভালো থাকার প্রতিশ্রুতি বদ্ধ,
মৌনিতা ছুঁয়ে নীরবে একাকিত্ব উপভোগ।
বেওয়ারিশ স্বপ্নের লাশের ওপর দিয়ে ব্যাথার স্নায়ুতে ভর দিয়ে  অভিমানের বোঝা নিয়ে
তর্কের পাণ্ডুলিপি উপরে ফেলে ,
উষ্ণতা বিহীন জং ধরা হৃদয়ে শান দিয়ে যোজন যোজন দূরত্ব পেরিয়েছি  অবশেষে।
আস্তিনে লুকোনো হাত ব্ল্যাক হোলে মিলিয়ে দিয়েছি।


বাস্তবের পালঙ্কে মন খারাপের ঠাঁই নেই ,
পদাবলী কীর্তনের মতো বর্ষা ধুয়ে দিয়েছে পুরোনো সব পদাবলী।
এমন একটা জায়গাতে যেখানে কাউকে মুগ্ধ করার ইচ্ছে বা প্রয়োজন পড়েনা ,
সেখান থেকেই শুরু হয় স্বাধীনতা , শুরু হয় বেঁচে থাকা
ফুরোনোর সময় সব মায়া  মোহর উর্ধে  বাঁচার স্বাদ আলাদা।

© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Saturday, September 10, 2016

প্লাবন

আমার বিনিদ্র রাজনীর সাথী  তুমি
সবটাই বিলাপ;
স্মৃতির বানভাসিতে
প্লাবনে জাহাজ ভাসে গোপনে।
তোমাতেই বিলীন  
 তোমাতেই আপ্লুত।
তোমাতেই আমার সব পাওয়া না পাওয়ার
বাঁচা মরার জীবনপণ।
আঁচলে ঢাকি, আদরে জড়িয়ে রাখি
আবেগের  ঝুড়ি।
হাঁড়িতে ফুটন্ত চালের মতো
এক একটা  স্বপ্ন টগবগ করে। 
তোমার স্পর্শ
তোমার চুম্বন
উষ্ণতা ছুঁয়ে থাকে সর্বাঙ্গে।
(প্রজ্ঞা পারমিতা )
(৬ সেপ্টেম্বর২০১৬)
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Tuesday, September 6, 2016

শুধু ট্যাক্সিতে বলা যায়

মুঠোফোনে। ....
"আচ্ছা আজ কি একটু দেখা করে কথা বলা যাবে?
হ্যা , যেতেই পারে।
বলছিলাম যে  অফিসের পর কিছুটা পথ মানে ধারো  গড়িয়াহাট থেকে যাদবপুর অব্দি যদি ট্যাক্সি তে যাওয়া যায়?
হ্যা , কিন্তু  ওই  পথ  ট্যাক্সি করে , ঠিক বুঝলামনা,
কথা কম তাই,ওইটুকুন  সাথে গেলেই হবে।
তাহলেতো কোথাও বসে এক  কাপ কফি খেতে খেতে কথা বলে নিলেই তো হয়;
না তা হয় না.
মানে?
কিছু কথা শুধু ট্যাক্সি তেই  বলা যায়.
(হতবাক হয়ে একটু চুপ থেকে বলি) তেমন ও কিছু কথা থাকে? যেটা শুধু ট্যাক্সিতেই বলতে হয়?
হ্যা।
অন্যকোথাও বলা যায়না?
ঠিক তাই; ট্যাক্সিতেই বলতে হবে।
অটো হবে না?
না। 
তা কোন ধরণের ট্যাক্সি?  ওলা, উবের, গতিধারা নাকি প্রাক্তন হলুদ?
তেমন কোনো বাছবিচার নেই ট্যাক্সি হলেই হবে; হলুদ ও চলবে।
(একটু ভেবে নিয়ে উচ্ছাসে বলি) হাত ধরে না কি আঙ্গুল ছুঁয়ে বলতে হবে সে কথা?
সে তুমি যা খুশি ভাবো , ট্যাক্সিতেই বলতে হবে।
আমার সেই দু কিলো ওজনের ব্যাগটা কিন্তু দুজনের মাঝেই থাকবে।
সেকি? সে আবার কি কথা? ব্যাগ সে রাখা যাবে পাশে কোথাও।
না, সে মাঝখানেই থাকবে আর ভুলে যেওনা ট্যাক্সি ড্রাইভার ও সামনে থাকবে।
সব দেখা যাবে এবার ফাইনাল বলো।
ঠিক আছে দেখা হবে ঠিক সাতটাতে। "

সন্ধ্যে সাত টা  বেজেছিল
কিন্তু দেখা এ হলোনা।
আকাশ এমন অঝোরে কান্না জুড়লো
ভাসিয়ে দিলো শহর
কখনো গর্জে কখনো শান্ত হয়ে বলতে লাগলো
'এ তুমি করতে পারোনা, কখনো না ,তুমি যেওনা ,তার ডাকে সারা দিওনা ';
ভালোবাসার বানভাসি মর্মান্তিক।

আজ আবার মুঠোফোনে  তার গলা
"চারুলতা  কাল অনেক কষ্টে যখন একটা ট্যাক্সি পেলাম ,
সে বললো যাবে না। দুজনের যাবার কথা , সে তাদের প্রতিখ্যাতে।
ড্রাইভারকে বোঝালাম তারা আজ আর কথা বলবেনা
চল্লিশ টাকা বেশি দিয়ে যাদবপুর গেলাম জানো ,
একা। একদম একা।
জালে ভাসছে শহর , বৃষ্টির সাথে অঝোরে ঝরছিল আমার চোখ , বিশ্বাস কারো।"

মনে মনে বলি
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..
কিন্তু কাকে উদ্দেশ্য করে ভাবলাম?
আকাশ না  পাহাড় ?


এমন কথা অজানা রয়ে গেলো। 
শুধু ট্যাক্সিতে  যা বলা যায় ,
ট্যাক্সিতেই  শুনতে হয়। 
 

Saturday, September 3, 2016

mukhosh pora manush

Tuesday, October 27, 2009

mukhosh pora manush

mukhosh pora manush

Maan ar Hoooooosh thaka so called MANUSH mora
Tabu achorone nei shalinata...
Matha thuke kori prochar uccho srenir prani aha!
tabu jodi bujhi oti nikristo manoshikata.
Mukhoser kholar khela
Chalo kheli mora.

Anonymous said...
Mukhosh kholar khelakhelte chao tomra?
se je peyaj cholar pala..
natun mukhosh daye je dekha,
aborane dhaka.
hoy jodi bivishika
tar cheye kaj ki baba!!!
jemon achi thakina mora!!!!

Bhalobasha bashi hoy

Bhalobasha Pay na Basha-
Bhalobasha Payena Basha --
Ghure fere nirjone ---
Shunyota bichano thake ---
moner char pashe -----
Alo dekhaye jara ---
onaadore pore thake tara ---
Matritya, mamata,saab akre ----
Pore thake onadore, ----
Bhalobasha payena basha..........
E je ek karun khela.

যন্ত্রনা

Monday, November 16, 2009

যন্ত্রনা




চারিদিকে ছাড়ানো ছিটানো যন্ত্রনা গুলো


খেলাকরে অবিরাম দিকভ্রান্ত ,

ডাকি তাদের আদর করে


পাশে বসাই.....জড়িয়ে ধরি;

নিরব অভিমানের দোসর ওরাই ;


ওরাই যে মোর খেলার সাথী ,আকড়ে ধরি ওদের আমি !!



যন্ত্রনা ~
     
প্লাবিত করো

পবিত্র করো
নিস্তব্ধ করো 
চিরতরে

নীরবে
নিঃব্দে ...........

ভেজা মন

ভেজা মন

Friday, November 20, 2009
ভিজে যাওয়া মন
সিক্ত শরীরের শীতলতা ছুঁয়ে
আজো  দাঁড়িয়ে।

অপেক্ষাতে । 
অপেক্ষার  বিড়ম্বনা ,
ফেলে আশা ছোটো ছোটো আশা 
উঁকি মারা 

পিছু ফিরে দেখা। পবিত্র স্বপ্ন
তাবু খান খান ;
শুভ্র বাসনা
তবু অপবাদ।
ভিজে মন নিয়ে
আজো দাঁড়িয়ে
আজও অপেক্ষ্যাতে।
(প্রজ্ঞা পারমিতা )  
© Paramita Prajna. All Rights Reserved. Unauthorized use or reproduction for any reason is prohibited

Bhalo thakar bikalpo nei, kharap tai thakte nei.........

জীবন সুধা করে পান , আনন্দে গ্রহণ করি সব দান ,
মিছি মিছি কেন আহা দুখকে অপবাদ দিয়ে কারো অপমান ?
সুখ পাখি ডানা ঝাপটে সদাই দায়ে জানান -- জীবনের দাম !
কষ্ট কে ঠেলবে যত দূরে , সে আসবে ধেয়ে ...
তাকেও দিয়ে সম্মান ,জীবনকে কে করি চলো আনন্দের বাগান


অনেক অনেক কথা

অনেক অনেক কথা
লিখব বলে এলাম চলে -অনেক অনেক কথা ...তোময়ে পেয়ে ভুলে গেলাম যত মনের ব্যথা ........

তুমি শুধু

তুমি শুধু
তুমি শুধু থেকো মোর মনের ঈশান কোণে.....সব কিছু তুচ্ছ করে ভালো বাসবো জীবনকে ...এলোমেলো জীবন আমি সাজবো প্রাণ ভরে ...বাঁচব আবার নতুন করে ,নতুন উদ্দমে..

Followers

Blog Archive

Powered By Blogger